Similar Posts
ডাই ইলেকট্রিক কাকে বলে?
ডাই ইলেকট্রিক কাকে বলে? যে সকল পদার্থের মধ্য দিয়ে আধান চলাচল করতে পারে না তাদেরকে ডাই ইলেকট্রিক বলে।
পিচ কি বা পিচ কাকে বলে?
পিচ কি বা পিচ কাকে বলে? স্ক্রুগজের টুপি একবার ঘোরালে এর যতটুকু সরণ ঘটে বা রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য এটি অতিক্রম করে তাকে স্ক্রুটির পিচ বলে। স্ক্রুগজের টুপি একবার ঘোরালে 1 mm রৈখিক স্কেল বরাবর সরণ ঘটে। যাকে পিচ (pitch) বলা হয়। যে বৃত্তাকার অংশটি ঘুরিয়ে স্কেলটিকে সামনে পিছনে নেওয়া হয় সেটিকে সমান 100…
বিদ্যুৎক্ষরণ কী?
কাচের নলে আবদ্ধ গ্যাসের ভিতর স্থাপিত উচ্চ বিভব সম্পন্ন দুটি বিদ্যুৎ দ্বারের মধ্যে নিম্নচাপে যে বিদ্যুৎপ্রবাহ হয় তাকে বিদ্যুৎ ক্ষরণ বলে।
আয়তন কাকে বলে? | আয়তনের মাত্রা | আয়তনের একক
আয়তন কাকে বলে? কোন বস্তু যে জায়গা জুড়ে থাকে তাকে এর আয়তন বলে। এক V দ্বারা প্রকাশ করা হয়। কোনো আয়তকার বস্তুর দৈর্ঘ্য = a, প্রস্থ = b এবং উচ্চতা = h হলে, বস্তুর আয়তন , V = a × b × h আয়তনের মাত্রা আয়তনের মাত্রা হলো L3 আয়তনের একক আয়তনের একক হলো m3
ইলেক্ট্রোস্কোপ কী?
ইলেক্ট্রোস্কোপ কী? যে যন্ত্রের সাহায্যে আধানের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণয় করা যায় তাকে ইলেক্ট্রোস্কোপ বলে।
পূর্ণ দৃঢ় বস্তু কাকে বলে?
পূর্ণ দৃঢ় বস্তু কাকে বলে? যে সব বস্তুর উপর বাইরে থেকে যেকোন পরিমাণ বল প্রয়োগের ফলেও এদের আকার বা আকৃতির কোন পরির্তন ঘটে না তাদের পূর্ণ দৃঢ় বস্তু বলে। বস্তুর পূর্ণ দৃঢ় বস্তু পাওয়া যায় না। কাচ, ইস্পাত ইত্যাদিকে কিছু কিছু ক্ষেত্রে পূর্ণ দৃঢ় বস্তু হিসেবে ধরা যায়।