Modal Ad Example
পড়াশোনা

বহুব্রীহি সমাস কাকে বলে?

0 min read

যে সমাসে সমস্যমান পদগূলির কোনোটির অর্থই প্রধান ভাবে না বুঝিয়ে অন্য কোনো অর্থ প্রধানভাবে বোঝায় , তাকে বহুব্রীহি সমাস বলে |

আরও পড়ুন : তৎপুরুষ সমাস কাকে বলে? কত প্রকার ও কি কি?

যেমন

  • বীণা পাণিতে যার = বীণাপাণি ( সরস্বতী )

বহুব্রীহি সমাস প্রকারভেদ

ক) সমানাধিকরণ বহুব্রীহি সমাস :

এই সমাসে পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হয় |এখানে উভয় পদেই শূন্য বিভক্তি থাকায় এর নাম সমানাধিকরণ |

যেমন:–

  • দৃঢ় প্রতিজ্ঞা যাহার= দৃঢ়প্রতিজ্ঞ
  • ছিন্ন হয়েছে শাখা যার = ছিন্নশাখা (বৃক্ষ)
  • সমান পতি যাদের= সপত্নী

ব্যতিক্রম

কখনও আবার বিশেষ্যপদটি পূর্বেও বসে |

যেমন:–

  • লক্ষ্মী ছাড়িয়াছে যাকে= লক্ষ্মীছাড়া
  • বুক ফাটে যার দ্বারা= বুকফাটা ( কান্না )
  • স্বার্থই পর ( পরম ) যার = স্বার্থপর

কখনও আবার দুটি পদই বিশেষ্য / পূর্বপদটি বিশেষণ ভাবাপন্ন |

যেমন:–

  • চন্দ্র হয়েছে শেখর যার= চন্দ্রশেখর ( শিব )
  • পদ্ম আসন যাহার= পদ্মাসন
  • নদী মাতা যাহার= নদীমাতৃক

খ) ব্যধিকরণ বহুব্রীহি সমাস :

এই বহুব্রীহি সমাসে পূর্বপদটি বিশেষণ নয়|এখানে সমস্যমান পদ দুটি পৃথক বিভক্তিযুক্ত হওয়ায় এর নাম ব্যধিকরণ বহুব্রীহি |

যেমন:–

  • মিলন অন্তে যার= মিলনান্তক
  • অন্য বিষয়ে মন যার = অন্যমনস্ক
  • আশীতে (দন্তে) বিষ যার= আশীবিষ (সর্প)
  • রত্ন গর্ভে যাহার= রত্নগর্ভা
  • অন্তঃ (অন্তরে) অপ্ যার= অন্তরীপ

গ) নঞর্থক বহুব্রীহি সমাস :

নঞর্থক বা নাবাচক পদের সঙ্গে বিশেষ্যপদের যে বহুব্রীহি সমাস তাকেই নঞর্থক বহুব্রীহি সমাস বলে |

যেমন:–

  • নেই অর্থ যার = নিরর্থক
  • নিঃ (নাই) রদ (দন্ত) যার= নীরদ
  • বে (নাই) তার যাতে= বেতার
  • নিঃ (নাই) সহায় যার = নিঃসহায়

ঘ) মধ্যপদলোপী বহুব্রীহি সমাস :

ব্যাসবাক্যের মধ্যস্থিত পদের লোপ হয় এই বহুব্রীহি সমাসে |এই সমাসে বেশিরভাগভাগ স্থানে উপমানের সঙ্গে সমাস হয়, তাই একে উপমানাত্মক বহুব্রীহি ও বলা হয় | আবার ব্যাসবাক্যটি ব্যাখ্যামূলক হওয়ায় এর অপর একটি নাম ব্যাখ্যাত্মক বহুব্রীহি সমাস |

যেমন:–

ধর্মের(আদর্শের) উদ্দেশে ঘট স্থাপন পূর্বক যে আন্দোলন= ধর্মঘট

  • বিম্বের ন্যায় রঞ্জিত অধর যে নারীর= বিম্বাধরী
  • মীনের অক্ষির মতো অক্ষি যে নারীর= মীনাক্ষী
  • কাঞ্চনের প্রভার ন্যায় প্রভা যা=কাঞ্চনপ্রভ

ঙ) ব্যতিহার বহুব্রীহি সমাস :

পরস্পর একজাতীয় ক্রিয়ার বিনিময় বোঝালে ব্যতিহার বহুব্রীহি সমাস হয় |

যেমন:–

  • কেশে কেশে আকর্ষণ করে যে যুদ্ধ= কেশাকেশি
  • পরস্পরের মধ্যে আড়ি= আড়াআড়ি
  • পরস্পরকে জানা= জানাজানি
  • হেসে হেসে যে আলাপ = হাসাহাসি

চ) সহার্থক বহুব্রীহি সমাস :

পূর্বপদ বিশেষ্যের সঙ্গে, সহার্থক পরপদের বহুব্রীহি সমাসকে সহার্থক বহুব্রীহি সমাস বলে |

যেমন:–

  • শ্রদ্ধার সহিত বর্তমান= সশ্রদ্ধ
  • প্রতিভার সহিত বর্তমান= সপ্রতিভ
  • বেগের সহিত বর্তমান = সবেগ
  • চকিতের সহিত বর্তমান= সচকিত

পূর্বপদ যদি বিশেষণ হয় , তবে তা সহার্থক বহুব্রীহি হয় না |

ছ) সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাস :

এই বহুব্রীহি সমাসের পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ হয় |

যেমন:–

  • একদিকেই চোখ যার= একচোখা
  • দশ আনন যার= দশানন
  • ত্রি নয়ন যার= ত্রিনয়ন / ত্রিনয়না (স্ত্রীবাচক)
  • সে (তিন) তার যার= সেতার
  • দুই দিকে অপ্(জল) যার= দ্বীপ |
Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x