কম্পটন ক্রিয়া কী?
কম্পটন ক্রিয়া কী?
কম্পটন ক্রিয়া হলো ইলেকট্রন দ্বারা ফোটনের অস্থিতিস্থাপক বিক্ষেপ।
কম্পটন ক্রিয়া কী?
কম্পটন ক্রিয়া হলো ইলেকট্রন দ্বারা ফোটনের অস্থিতিস্থাপক বিক্ষেপ।
জটিল গতি কাকে বলে? যখন কোনো গতিশীল বস্তুতে একই সাথে একাধিক ধরনের গতি বর্তমান থাকে তখন তার গতিকে যৌগিক গতি বা জটিল গতি বলে। যেমন: রাস্তায় চলন্ত সাইকেল বা রিক্সার চাকার ঘূর্ণন গতির সাথে সরল ও বক্র পথে রৈখিক গতিও থাকে তাই এই চলন্ত চাকার গতি যৌগিক বা জটিল গতি।
থার্মোস্টর কি? যেসব পদার্থের তড়িৎ রোধ তাপমাত্রার সাথে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয় তাদেরকে থার্মিস্টর বলে। বিভিন্ন প্রকার অর্ধপরিবাহী অক্সাইড চূর্ণ (লোহা, কোবাল্ট, নিকেল ইত্যাদির অক্সাইড) মিশিয়ে থার্মিস্টর তৈরি করা হয়।
স্থির তরঙ্গ সৃষ্টির শর্ত ১) স্থির তরঙ্গ সীমিত অংশে পরপর বিপরীতমুখী দুটি একই বিস্তার, একই বেগ ও একই তরঙ্গদৈর্ঘ্যের অগ্রগামী তরঙ্গের উপরিপাতনে সৃষ্টি হয়। ২) প্রতিফলিত তরঙ্গ ও মূল তরঙ্গের প্রকৃতি অভিন্ন থাকলেও এদের মধ্যে দশা পার্থক্য 2π = 180° হতে হবে। ৩) স্থির তরঙ্গ সীমিত স্থানে পর্যায়ক্রমে উৎপন্ন ও বিলুপ্ত হয়। অনুভূমিক টানা তারে উল্লম্বভাবে…
পোস্ট অফিস বক্স যে রোধ বাক্সের রোধগুলোকে হুইটস্টোন ব্রীজের তিনটি বাহু হিসেবে বিবেচনা করে এর সাহায্যে হুইটস্টোন ব্রীজের নীতি ব্যবহার করে, কোনো অজানা রোধ নির্ণয় করা যায়, তাকে পোস্ট অফিস বক্স বলে।
গড় বেগ কাকে বলে? কোনো একটি বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব অর্থাৎ সরণকে মোট সময় দ্বারা ভাগ দিলে যা পাওয়া যায় তাকে গড়বেগ বলে। অর্থাৎ গড় বেগ = সরণ ÷ সময়।
তরঙ্গবেগ কী? নির্দিষ্ট দিকে তরঙ্গ এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গবেগ বলে।