সময়ের আপেক্ষিকতা কাকে বলে?
সময়ের আপেক্ষিকতা কাকে বলে?
পর্যবেক্ষক এবং যা পর্যবেক্ষণ করা হচ্ছে তার মধ্যে আপেক্ষিক গতি থাকার কারণে সময় পরিমাপে যে ভিন্নতা পরিলক্ষিত হয় তাকে বলা হয় সময়ের আপেক্ষিকতা।
সময়ের আপেক্ষিকতা কাকে বলে?
পর্যবেক্ষক এবং যা পর্যবেক্ষণ করা হচ্ছে তার মধ্যে আপেক্ষিক গতি থাকার কারণে সময় পরিমাপে যে ভিন্নতা পরিলক্ষিত হয় তাকে বলা হয় সময়ের আপেক্ষিকতা।
তেজস্ক্রিয়তা কাকে বলে? কোনো মৌল থেকে তেজস্ক্রিয় কণা বা রশ্মি নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে।
অনুপ্রস্থ তরঙ্গ কী? যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পাঙ্কের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয়, তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে।
ধারকের শ্রেণি সমবায় কি? যদি কতগুলো ধারককে এমনভাবে পরপর সংযোজিত করা হয় যেন প্রথম ধারকের দ্বিতীয় পাত, দ্বিতীয় ধারকের প্রথম পাতের সাথে, দ্বিতীয় ধারকের দ্বিতীয় পাত তৃতীয় ধারকের প্রথম পাতের সাথে, এভাবে একের পর সংযুক্ত থাকে তবে তাকে ধারকের শ্রেণি সমবায় বলে।
আধান কি? পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বলে।
তাড়িত চৌম্বক বল কি? পরস্পরের সাপেক্ষে স্থির বা গতিশীল দুটি তড়িৎ চার্জ, অথবা চুম্বকের দুই মেরু অথবা একটি চুম্বক এবং একটি গতিশীল তড়িৎ চার্জের মধ্যে ক্রিয়াশীল অস্পর্শ বলই তড়িত চৌম্বক বল।
1 C আধান বলতে কি বুঝ? কোনো পরিবাহকের মধ্য দিয়ে এক অ্যাম্পিয়ার (1A) প্রবাহ এক সেকেন্ড (1s) ধরে চললে এর যেকোনো প্রস্থচ্ছেদ দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে এক কুলম্ব (1C) আধান বলে।