Similar Posts
বল কাকে বলে? | বলের ধারণা
বল কাকে বলে? যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে বা গতিশীল বস্তুর ওপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে তাকে বলে বলে। বলের ধারণা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে বল সম্পর্কে একটি সাধারণ ধারণা রয়েছে। আমরা যখন কোনো বস্তুকে টানি বা ঠেলি, তখন আমরা বলি…
আবর্ত ঘর্ষণ কি?
আবর্ত ঘর্ষণ কি? যখন একটি বস্তু অপর একটি বস্তু বা তলের উপর দিয়ে গড়িয়ে চলে বা চলতে চায় তখন গতির বিরুদ্ধে যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে আবর্ত ঘর্ষণ বলে।
প্রতিধ্বনি কাকে বলে? প্রতিধ্বনি শুনবার জন্য প্রতিফলকের ন্যূনতম দূরত্ব, সমুদ্রের গভীরতা নির্ণয়, খনিজ পদার্থের সন্ধান
প্রতিধ্বনি কাকে বলে? যখন কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে, তখন ঐ প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলে। কোনো শব্দ উৎস থেকে শব্দ করা হলে তা কোন কঠিন তলে বাধাপ্রাপ্ত হয়ে আবার যদি শব্দের উৎসের নিকট ফিরে আসে, তখন সেই শব্দের পুনরাবৃত্তি শোনা যায়, শব্দের এই পুনরাবৃত্তিকেই শব্দের প্রতিধ্বনি বলে। প্রতিধ্বনি শুনবার…
লেন্স সংযোজন কাকে বলে?
লেন্স সংযোজন কাকে বলে? দুই বা ততোধিক লেন্স যদি একই অক্ষ বরাবর পরস্পরের সংস্পর্শে থাকে, তাহলে তাকে লেন্সের সমন্বয় বা সংযোজন বলে।
ডিসি প্রবাহ কাকে বলে?
ডিসি প্রবাহ কাকে বলে? যখন সময়ের সাথে তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন ঘটে না, সেই প্রবাহকে ডিসি প্রবাহ বলে।
তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি?
তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি? দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তবে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। আর. এইচ. ফাওলার এই সূত্রটিকে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র নামে অভিহিত করেন।