Similar Posts
অ্যাডার (adder) কি?
অ্যাডার (adder) কি? অ্যাডার বা যোগবর্তনী হলো বাইনারী সংখ্যার যোগ বাস্তবায়নকারী ডিজিটাল বর্তনী।
শীঘ্রই উৎক্ষেপিত হতে যাচ্ছে দেশের দ্বিতীয় নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু-২
১১মে ২০১৮ নিজেদের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করে বাংলাদেশ। এর মধ্য দিয়ে মহাকাশে আমাদের অবস্থান নিশ্চিতকল্পে প্রথম যাত্রা শুরু হয়। প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের পরপরই দ্বিতীয় স্যাটেলাইট পাঠানোর কথা জানানো হয় নানা গণমাধ্যমে। সম্প্রতি সেই দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপনের একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (BSCL) জানুয়ারি মাসে এ ব্যাপারে প্রাইসওয়াটার হাউসকুপারস (PwC) নামক…
সংখ্যা পদ্ধতি কাকে বলে?
সংখ্যা পদ্ধতি কাকে বলে? বিশেষ কিছু চিহ্ন বা অঙ্ক বিন্যস্ত বা প্রকাশ করে যে পদ্ধতিকে গণনা করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। সহজভাবে বলা যায়, সংখ্যা গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি রয়েছে। যেমনঃ দশমিক (ডেসিমাল), বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল। কম্পিউটার সিস্টেমে বাইনারি সংখ্যা পদ্ধতির গুরুত্বই বেশি।
ভয়েসব্যান্ড কাকে বলে?
ভয়েসব্যান্ড কাকে বলে? 1200 pbs থেকে 9600 bps বা 9.6 Kpbs পর্যন্ত ডেটা স্থানান্তরের ব্যান্ডকে Voice band বলে। বর্তমানে এটি 96000 bps বা 96 Kpbs পর্যন্ত হয়ে থাকে। সাধারণত টেলিফোন লাইনে এই ব্যান্ডউইডথ (56Kbps) ব্যবহার করা হয়। কম্পিউটার ও পেরিফেরাল যন্ত্রপাতিতে (যেমন- ডায়াল-আপ মোডেম, স্ক্যানার, প্রিন্টার, মনিটর ইত্যাদি) ডেটা স্থানান্তরের ক্ষেত্রেও ভয়েসব্যান্ড ব্যবহার করা হয়।
হাইব্রিড ক্লাউড কাকে বলে?
হাইব্রিড ক্লাউড কাকে বলে? পাবলিক ক্লাউড ও প্রাইভেট ক্লাউডকে একত্রে হাইব্রিড ক্লাউড বলে।
ন্যারোব্যান্ড কাকে বলে?
ন্যারোব্যান্ড কাকে বলে? সাধারণত 45 bps থেকে 300 bps পর্যন্ত ডেটা স্থানান্তরের ব্যান্ডকে ন্যারোব্যান্ড বলে এবং এটি Sub Voiceband নামেও পরিচিত। এ ব্যান্ডের ফ্রিকুয়েন্সি 300-3400 Hz হয়ে থাকে। যেসব ক্ষেত্রে ধীরগতিতে ডেটা স্থানান্তরের প্রয়োজন সেসব ক্ষেত্রে ন্যারোব্যান্ড ব্যবহার করা হয়। যেমন – টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থা।