নাটক কি?
নাটক কি?
নাটক সাহিত্য রচনার একটি বিশেষ রূপশ্রেণি। প্রাচ্য নাট্যশাস্ত্রে একে দৃশ্যকাব্য বলে অভিহিত করা হয়েছে। নাটক শব্দটি উদ্ভূত হয়েছে ‘নট্’ ধাতু থেকে, যার অর্থ ‘নড়া-চড়া করা’। অর্থাৎ নাটকের মধ্যে এক ধরনের গতিশীলতা রয়েছে যা একটি ত্রিমাত্রিক শিল্পকাঠামো গড়ে তোলে।