ঘর্ষণের সুবিধাগুলো লিখ।
ঘর্ষণের সুবিধাগুলো নিচে দেওয়া হলো –
- ঘর্ষণ না থাকলে বস্তুর কোনো গতিই শেষ হত না, বিরামহীনভাবে চলতে থাকতো।
- ঘর্ষণ আছে বলেই দেয়ালে পেরেক স্থিরভাবে আটকে থাকে।
- ঘর্ষণের কারণেই পাকা দালান ও বাড়িঘর নির্মাণ করা সম্ভব।
- ঘর্ষণের ফলে কাগজে পেন্সিল বা কলম দিয়ে লিখতে পারি।
- ঘর্ষণের জন্যই আমরা হাঁটা-চলা করতে পারি।
- ঘর্ষণকে কাজে লাগিয়ে আমরা গাড়ির গতির দিক পরিবর্তন করতে পারি।