সূচন তরঙ্গদৈর্ঘ্য কাকে বলে?
সূচন তরঙ্গদৈর্ঘ্য কাকে বলে?
কোনো ধাতু খন্ডের ওপর ন্যূনতম যে দৈর্ঘ্যের তড়িচ্চুম্বকীয় বিকিরণ আপতিত হলে ইলেকট্রন অবমুক্ত হয়, তাকে সূচন তরঙ্গদৈর্ঘ্য বলে।
কোনো ধাতু খন্ডের ওপর ন্যূনতম যে দৈর্ঘ্যের তড়িচ্চুম্বকীয় বিকিরণ আপতিত হলে ইলেকট্রন অবমুক্ত হয়, তাকে সূচন তরঙ্গদৈর্ঘ্য বলে।
জড়তা কাকে বলে? বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে জড়তা বলে। কোনো বস্তুর জড়তা ভরের উপর নির্ভর করে। যে বস্তুর ভর বেশি তার জড়তা বেশি। যে বস্তুর জড়তা বেশি তাকে গতিশীল করা, বেগ বৃদ্ধি করা বা বেগ হ্রাস করা, অথবা বেগের…
দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে? 1 m দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের দণ্ডের তাপমাত্রা 1 K বৃদ্ধির ফলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে ঐ দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে।
পীড়ন (Stress) কাকে বলে? বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর মধ্যে বিকৃতির সৃষ্টি হলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভেতরে একটি প্রতিরোধ বলের উদ্ভব হয়। বস্তুর ভেতর একক ক্ষেত্রফলে লম্বভাবে উদ্ভূত এ প্রতিরোধী বলকে পীড়ন বলে। বাইরে থেকে বল প্রয়োগে কোন বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন ঘটালে স্থিতিস্থাপকার জন্য বস্তুর ভিতর একটি বাধাদানকারী বলের সৃষ্টি হয়। এর বলের মান প্রযু্ক্ত…
স্বাধীনতার মাত্রা কাকে বলে? কোনো গতীয় সংস্থা এর বা বস্তুর গতির অবস্থা বা অবস্থান সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য যত সংখ্যক স্বাধীন চলরাশির (স্থানাঙ্ক) প্রয়োজন হয় তাকে তার স্বাধীনতার মাত্রা বলে। অন্যভাবে, কোনো স্বাধীন বা স্বাধীনভাবে একই সঙ্গে যত প্রকার গতির অধিকারী হতে পারে তাকে ঐ বস্তুর গতির স্বাধীনতার মাত্রা বলে। স্বাধীনতার মাত্রার সংখ্যা বস্তুর ভর…
অস্পর্শ বল কি? দুইটি বস্তর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে।
শক্তির অপচয় কাকে বলে? শক্তির এক রূপ হতে অন্যরূপে রূপান্তরের সময় এর সামান্য কিছু অংশ এমনরূপে রূপান্তরিত হয় যা কোনো কাজে আসে না। শক্তির এ অকার্যকর রূপান্তরকে শক্তির অপচয় বলে। শক্তি সাধারণ অবিনশ্বর। শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তি এক রূপ হতে অন্য রূপে রূপান্তরিত হয় মাত্র। রূপান্তরের পূর্বে ও পরে মোট শক্তির…