Similar Posts
সিলাভারিং কি?
সিলাভারিং কি? দর্পণ তৈরির জন্য কাচের পৃষ্ঠে পারদ বা রূপার প্রলেপ দেওয়া হয়, যাকে সিলভারিং বলে।
সংঘর্ষ কাকে বলে? সংঘর্ষের প্রকারভেদ
সংঘর্ষ কাকে বলে? অতি অল্প সময়ের জন্য কোনো বৃহৎ বল ক্রিয়া করে গতির হঠাৎ ও ব্যাপক পরিবর্তন করাকে সংঘর্ষ বলে। সংঘর্ষ দুই প্রকার। যথাঃ ১) স্থিতিস্থাপক সংঘর্ষ এবং ২) অস্থিতিস্থাপক সংঘর্ষ।
বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না কেন?
বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না কেন? সমবেগে কোনো বস্তু গতিশীল থাকলে এর বেগের পরিবর্তন ঘটে না। আদিবেগ ও শেষবেগ সমান (v = u) হওয়ার কারণে সুষম বেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য হয়। অর্থাৎ ত্বরণ, a = (v-u)÷t = (v-v)÷t = 0
ক্রান্তিকোণ কাকে বলে?
ক্রান্তিকোণ কাকে বলে? আলোকরশ্মি ঘন থেকে লঘুতর মাধ্যমে গমনের সময় একটি নির্দিষ্ট আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রী হয় অর্থাৎ প্রতিসৃত রশ্মি বিভেদতল ঘেঁষে যায়। ঐ আপতন কোণকে ক্রান্তি কোণ বলে।
রোধ কাকে বলে?
রোধ কাকে বলে? পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্থ হয় তাই হলো রোধ। রোধের একক ও’ম। ইলেকট্রন প্রবাহের কারণে বিদ্যুৎ প্রবাহ শুরু হয়। ইলেকট্রন স্রোত পরিবাহীর মধ্য দিয়ে চলার সময় পরিবাহীর অভ্যন্তরস্থ অণু-পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং এর গতি বাধা বাধাপ্রাপ্ত হয়। পরিবাহীর এই বাধাদানের ধর্মই হলো রোধ।
বেগ ও দ্রুতির একক অভিন্ন হলেও রাশি দুটি ভিন্ন কেন?
বেগ ও দ্রুতির একক অভিন্ন হলেও রাশি দুটি ভিন্ন কেন? দ্রুতি একটি স্কেলার রাশি কিন্তু বেগ একটি ভেক্টর রাশি। দ্রুতি হলো যেকোনো দিকে একক সময়ে বস্তুর অতিক্রান্ত দূরত্ব আর বেগ হলো নির্দিষ্ট দিকে বস্তুর একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ দ্রুতি ও বেগ পরিমাপের ক্ষেত্রে পার্থক্য শুধু দিকের। কোনো রাশির এককের উপর দিকের কোনো প্রভাব নেই।…