রেডিও টেলিস্কোপ কাকে বলে?
রেডিও টেলিস্কোপ কাকে বলে?
যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তু থেকে নির্গত তাড়িত চৌম্বক তরঙ্গ বা রেডিও তরঙ্গ উদঘাটন ও পরিমাপ করে এসব বস্তু সম্পর্কে অনুসন্ধান চালানো হয় তাকে রেডিও টেলিস্কোপ বলে।
যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তু থেকে নির্গত তাড়িত চৌম্বক তরঙ্গ বা রেডিও তরঙ্গ উদঘাটন ও পরিমাপ করে এসব বস্তু সম্পর্কে অনুসন্ধান চালানো হয় তাকে রেডিও টেলিস্কোপ বলে।
তড়িৎ চুম্বকীয় আবেশ কী? কোনো বদ্ধ কুন্ডলীর মধ্যদিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের ফলে কুন্ডলীতে ক্ষণস্থায়ী তড়িচ্চালক বল বা তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়াকে তড়িৎ চৌম্বকীয় আবেশ বলে।
অসংরক্ষণশীল বল (Non conservative Force) কাকে বলে? কোনো কণা একটি পূর্ণ চক্র সম্পন্ন করে তার আদি অবস্থানে ফিরে আসলে কণাটির উপর যে বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হয় না, সেই বলকে অসংরক্ষণশীল বল বলে। আমরা জানি, ঘর্ষণবল সর্বদা গতির বিরোধিতা করে। একটি বস্তুকে অমসৃণ টেবিলের উপর দিয়ে টেনে নিলে, ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে।…
বিভব শক্তি কিসের উপর নির্ভরশীল? আমরা জানি, বিভবশক্তি = বস্তুর ভর × অভিকর্ষজ ত্বরণ × উচ্চতা অর্থাৎ Ep = mgh বিভবশক্তির পরিমাণ ভূপৃষ্ঠ থেকে বায়ুর উচ্চতার উপর নির্ভর করে। উচ্চতা যত বেশি হবে, বিভবশক্তিও ততো বেশি হবে। বিভব শক্তি বস্তুর ভরের উপরও নির্ভর করে। ভর যত বেশি হবে বিভব শক্তিও ততো বেশি হবে।
বলের মাত্রা ও একক কী? বলের মাত্রা হলো MLT-2 । বলের একক হল ডাইন অথবা নিউটন শেষ কথা: আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “বলের মাত্রা কি এবং বলের একক কি?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।
ভেক্টর ক্ষেত্র কাকে বলে? কোনো স্থানের কোনো এলাকা বা অঞ্চলের প্রতিটি বিন্দুতে যদি একটি ভেক্টর রাশি বিদ্যমান থাকে, তবে ঐ অঞ্চলকে ঐ রাশির ভেক্টর ক্ষেত্র বলে। ভেক্টর ফিল্ড বা ক্ষেত্র বলতে একটি পরিবর্তনশীল ক্ষেত্র এর কথা বোঝানো হয়। এই ক্ষেত্রটির সারাক্ষণ দিক অথবা পরিবর্তন করে। বেশিরভাগ ক্ষেত্রে এটি হলো তড়িৎ বলরেখা দ্বারা গঠিত একটি ক্ষেত্র।
আলোকের সমবর্তন কী? যে প্রক্রিয়ায় আলোকের তড়িৎ ভেক্টর কে একটি নির্দিষ্ট দিকে বা এর সমান্তরাল বরাবর কম্পনক্ষম করা যায় তাকে সমবর্তন বলে।