বিভব শক্তি কিসের উপর নির্ভরশীল?

বিভব শক্তি কিসের উপর নির্ভরশীল?

আমরা জানি, বিভবশক্তি = বস্তুর ভর × অভিকর্ষজ ত্বরণ × উচ্চতা

অর্থাৎ Ep = mgh

বিভবশক্তির পরিমাণ ভূপৃষ্ঠ থেকে বায়ুর উচ্চতার উপর নির্ভর করে। উচ্চতা যত বেশি হবে, বিভবশক্তিও ততো বেশি হবে। বিভব শক্তি বস্তুর ভরের উপরও নির্ভর করে। ভর যত বেশি হবে বিভব শক্তিও ততো বেশি হবে।