প্লাস্টিড কি?
প্লাস্টিড কি বা প্লাস্টিড কাকে বলে?
বিভিন্ন ধরনের বর্ণকণিকা ধারণকারী উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু হলো প্লাস্টিড।
বিভিন্ন ধরনের বর্ণকণিকা ধারণকারী উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু হলো প্লাস্টিড।
কোষতত্ত্ব কি? কোষ সম্পর্কিত বিভিন্ন তথ্যের সমন্বয়কে বলা হয় কোষতত্ত্ব।
আজকে আমরা জানবো চোখের গঠন ও কাজ সম্পর্কীয় যাবতীয় তথ্য যার মাধ্যমে আমরা আমাদের এই সুন্দর পৃথীবি কে দেখতে পারি এবং এর সৌন্দর্য্য টাকে উপলব্দি করতে পারি। চোখ: যে বিশেষ অঙ্গের দ্বারা প্রাণীজগত পরিবেশ থেকে আগত আলো ও উদ্দীপনা গ্রহণ করে এবং বাইরের জগতের সুন্দর দৃশ্য দেখতে পায় তাকে চোখ বলে। চোখের গঠন ও কাজ…
প্রান্তীয় স্নায়ুতন্ত্র কাকে বলে? মস্তিষ্ক থেকে ১২ জোড়া এবং মেরুমজ্জা থেকে নির্গত ৩১ জোড়া স্নায়ুকে একত্রে বলা হয় প্রান্তীয় স্নায়ুতন্ত্র।
অনেক ফুলেই মধু গ্রন্থি থাকে। ফুলের এই মধু আহরণ করতে প্রাণী বা কীটপতঙ্গ ফুলে ফুলে বেড়ায়। সে সময় ঐ ফুলের পরাগরেণু বাহকের গায়ে লেগে যায়। এই বাহকটি যখন অন্য ফুলে গিয়ে বসে তখন পরাগ পরবর্তী ফুলের গর্ভমুণ্ডে লেগে যায় এবং পরাগায়ন ঘটে। কাজেই পরাগায়নের মাধ্যম হিসাবে প্রাণী বা কীট পতঙ্গকে আকর্ষণের মাধ্যমে মধু গ্রন্থি পরাগায়নে…
অক্সিজেন পরিবহনে হিমোগ্লোবিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেশির ভাগ অক্সিজেন হিমোগ্লোবিনের লৌহ অংশের সাথে বন্ধনের মাধ্যমে অক্সিহিমোগ্লোবিন নামক অস্থায়ী যৌগ গঠন করে। হিমোগ্লোবিন + অক্সিজেন → অক্সিহিমোগ্লোবিন (অস্থায়ী যৌগ) রক্ত কৈশিকনালিতে পৌছার পর অক্সিজেন পৃথক হয়ে লোহিত রক্তকণিকার আবরণ এবং পরে কৈশিকনালির প্রাচীর ভেদ করে লসিকাতে প্রবেশ করে। অক্সিহিমোগ্লোবিন → মুক্ত অক্সিজেন + হিমোগ্লোবিন।
উদ্ভিদ কোষে কোষ প্রাচীর প্রয়োজনীয় কেন? কোষ প্রাচীর কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। কোষকে দৃঢ়তা প্রদান করে। কোষের আকার ও আকৃতি বজায় রাখে। পানি ও খনিজ চলাচল নিয়ন্ত্রণ করে। এসব কারণে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর প্রয়োজনীয়।