লিউকোপ্লাস্ট কি?
লিউকোপ্লাস্টিড কাকে বলে?
উদ্ভিদ কোষে বিদ্যমান বর্ণহীন প্লাস্টিডকে লিউকোপ্লাস্টিড বলে।
উদ্ভিদদেহের যে সব অঞ্চল সূর্যালোক থেকে বঞ্চিত যেমন- মূল, ভূ-নিম্নস্থ কান্ড ইত্যাদিরর কোষে লিউক্লোপ্লাস্ট থাকে। এরা বর্ণহীন প্লাস্টিড। কিন্তু সূর্যালোকের প্রভাবে এদের বর্ণের পরিবর্তন ঘটে এবং ক্রোমোপ্লাস্ট কিংবা ক্লোরোপ্লাস্ট এ রূপান্তরিত হয়।
লিউকোপ্লাস্টের কাজ
শর্করা থেকে শ্বেতসারজাতীয় খাদ্য তৈরি এবং শ্বেতসার দানা, প্রোটিন ও লিপিড সঞ্চয় করাই লিউকোপ্লাস্টের প্রধান কাজ।