অপরিবাহী বা পরা বৈদ্যুতিক পদার্থ দিয়ে আচ্ছাদিত একটি সরু কিন্তু শক্ত কপার তারকে জালি আকৃতির অপর একটি পরিবাহী তার এবং মেটালিক ফয়েল দিয়ে টিউব আকারে আবৃত করে কো-এক্সিয়াল ক্যাবল তৈরি করা হয়।
উভয় তারের অক্ষ একই থাকে বলে এরূপ নামকরণ করা হয়েছে।
প্রধানত দুই প্রকার কো-এক্সিয়াল ক্যাবল রয়েছে। যথাঃ-
১. থিননেট (Thinnet)
২. থিকনেট (Thicknet)
১. থিননেট (Thinnet)
থিননেট হচ্ছে হালকা ও ফ্লেক্সিবল ক্যাবল।
২. থিকনেট (Thicknet)
থিকনেট হচ্ছে ভারী ও নন-ফ্লেক্সিবল ক্যাবল।