এইডসকে কেন ঘাতক রোগ বলা হয়?

এইডসকে কেন ঘাতক রোগ বলা হয়?

HIV-এর আক্রমণে AIDS রোগ হয়ে থাকে। HIV -শ্বেত রক্তকণিার ক্ষতি সাধন করে ও এন্টিবডি তৈরিতে বিঘ্ন ঘটায়। ফলে শ্বেত রক্তকণিকার সংখ্যা ও এন্টিবডির পরিমাণ ক্রমশ কমতে থাকে। এই ভাইরাসের আক্রমণে রোগীর দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বিনষ্ট হয়ে যায়। ফলে রোগীর মৃত্যু যেহেতু অনিবার্য এবং এর কোনো ঔষধ নেই তাই একে বলা হয় ঘাতক রোগ।

Similar Posts