ওয়াইম্যাক্স (WiMAX) কাকে বলে?

ওয়াইম্যাক্স (WiMAX) কাকে বলে?

WiMAX হলো Worldwide Interoperability for Microwave Access এর পূর্ণরূপ। WiMAX হচ্ছে একটি দ্রুতগতির যোগাযোগ প্রযুক্তি, যা বিস্তৃত ভৌগলিক অঞ্চলে প্রচলিত DSL (Digital Subscriber) এবং ওয়্যারযুক্ত ইন্টারনেটের পরিবর্তে ওয়্যারলেস ইন্টারনেট ব্যবহারের সুবিধা প্রদান করে। WiMAX নামটি ২০০১ সালের জুন মাসে WiMAX Forum এর সৃষ্টি। এর ডেটা ট্রান্সফার রেট 80 Mbps থেকে 1 Gbps পর্যন্ত হতে পারে। WiMAX সিস্টেমের প্রধান অংশ দুটি। একটি হলো বেস স্টেশন, যা ইনডোর ইলেকট্রনিক ডিভাইস ও আউটডোর টাওয়ার নিয়ে গঠিত। অপরটি অ্যান্টেনাযুক্ত WiMAX রিসিভার, যা কোনো কম্পিউটারে সংযুক্ত করা হয়।

Similar Posts