গ্লাইকোলাইসিস কী?
গ্লাইকোলাইসিস কী?
গ্লাইকোলাইসিস হলো শ্বসন প্রক্রিয়ার প্রথম ধাপ যেখানে এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে দুই অণু পাইরুভিক এসিড উৎপন্ন করে।
গ্লাইকোলাইসিস কী?
গ্লাইকোলাইসিস হলো শ্বসন প্রক্রিয়ার প্রথম ধাপ যেখানে এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে দুই অণু পাইরুভিক এসিড উৎপন্ন করে।
সালোকসংশ্লেষণে ক্লোরিনের ভূমিকা পাতার ক্লোরোফিলের পরিমাণের সাথে সালোকসংশ্লেষণের হারের সরাসরি সম্পর্ক বিদ্যমান। কারণ একমাত্র ক্লোরোফিলই আলোকশক্তি গ্রহণ করতে সক্ষম। সালোকসংশ্লেষণ ক্ষমতা রক্ষা করার জন্য ক্লোরোপ্লাস্টের বিভিন্ন উপাদান দ্রুত ও প্রচুর পরিমাণে পুর্নগঠন হওয়া প্রয়োজন। তবে কোষে খুব বেশি পরিমাণ ক্লোরোফিল থাকলে এনজাইমের অভাব দেখা দেয় এবং সালোকসংশ্লেষণ হ্রাস পায়।
স্ট্রোক কাকে বলে? মস্তিষ্কের রক্তক্ষরণকে স্ট্রোক বলা হয়। ধমনিগাত্র শক্ত হয়ে যাওয়াও উচ্চ রক্তচাপজনিত কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। নির্গত রক্ত মস্তিষ্কে জমাট বাঁধে ও মস্তিষ্কের ক্ষতি সাধন করে। রক্ত মস্তিষ্কের গহ্বর ও মাথার খুলিতে ঢুকলে রোগীর মৃত্যু ঘটে।
লসিকাতন্ত্র বলতে কি বুঝ? মানবদেহে বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে জলীয় পদার্থ জমা হয়ে কতকগুলো ছোট নালির মাধ্যমে সৃংগৃহীত হয়ে একটি স্বতন্ত্র নালিকাতন্ত্র গঠন করে এই বিশেষ তন্ত্রকে লসিকাতন্ত্র বলে। টনসিল লসিকাতন্ত্রের অংশ লসিকার মধ্যে কিছু রোগ প্রতিরোধী কোষ থাকে এদের লসিকা কোষ বলে।
অ্যাম্বিলিকাল কর্ড কী? মাতৃদেহের জরায়ুতে অবস্থিত অমরার সাথে যে নালির ভেতর দিয়ে ভ্রূণের বিভিন্ন পদার্থের বিনিময় ঘটে সেই নালিই হলো অ্যাম্বিলিকাল কর্ড।
লোকাল হরমোন কাকে বলে? স্থানীয় হরমোন কাকে বলে? যে হরমোনের ক্রিয়া সাধারণত উৎসস্থল বা উৎস গ্রন্থিতে সীমাবদ্ধ, তাদের স্থানীয় হরমোন বা লোকাল হরমোন বলে। উৎপত্তিস্থলে ক্রিয়াকারী হরমোনগুলিকে বলা হয় লোকাল বা স্থানীয় হরমোন। যেমন: টেস্টোস্টেরন, সিক্রেটিন, গ্যামট্রিন, কোলিসিস্টোকাইনিন, প্যানক্রিওজাইনিন, প্রোস্টাগ্ল্যাডিন, ব্রার্ডিকাইনিন, হিস্টামিন ইত্যাদি।
প্রস্বেদন কি? উদ্ভিদ যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় এর বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে পানি বের করে দেয় সেই প্রক্রিয়াই হলো Transpiration বা প্রস্বেদন প্রক্রিয়া।