ডিফসফোরাইলেশন কী?
ডিফসফোরাইলেশন কী?
যে প্রক্রিয়ায় ফসফেট যুক্ত যৌগ (AMP, ADP, ATP) থেকে ফসফেট মুক্ত হয়, তাই ডিফসফোরাইলেশন।
যে প্রক্রিয়ায় ফসফেট যুক্ত যৌগ (AMP, ADP, ATP) থেকে ফসফেট মুক্ত হয়, তাই ডিফসফোরাইলেশন।
পালমোনারী শিরা ও পালমোনারী ধমনী কাকে বলে? যেসব রক্তবাহিকার মাধ্যমে O2 সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে হৃৎপিন্ডে বাহিত হয় তাকে পালমোনারী শিরা বলে। যেসব রক্তবাহিকার মাধ্য CO2 সমৃদ্ধ রক্ত হৃৎপিন্ড থেকে ফুসফুসে বাহিত হয় তাকে পালমোনারী ধমনী বলে।
একস্তরী প্রাণী কি? এরা সরল ধরনের প্রাাণী। এদের দেহের কোষসমূহ একটি মাত্র স্তরে সজ্জিত। যেমন- স্কাইফা (Scypha gilatinosum)।
অ্যান্টিবডি কি? অ্যান্টিজেনের উদ্দীপনায় লিস্ফোসাইট কর্তৃক যে প্রোটিনধর্মী বস্তু উৎপন্ন হয় তাকে অ্যান্টিবডি বলে।
ভাইরাস কি? নিউক্লিক এসিড ও প্রোটিন দ্বারা গঠিত অতিক্ষুদ্র অকোষীয় সরলতম জীবই হলো ভাইরাস।
বাস্তুতান্ত্রিক ভিন্নতা কি? কোনো প্রাকৃতিক পরিবিশে বিদ্যমান ভৌত, রাসায়নিক বা জৈবিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে পরিবর্তন ঘটলে সার্বিকভাবে সেই বিশেষ পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয়। আর এই পরিবর্তন দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হলে সেখানে বসবাসরত প্রাণীদের মধ্যে যে ভিন্নতা বা বৈচিত্র্যের উদ্ভব হয়, তাকে বাস্তুতান্ত্রিক ভিন্নতা বলে। উদাহরণ হিসেবে জলজ অভিযোজনের বিষয়টি উল্লেখ করা যায়। যেসব প্রাণী জলচর…
অনিয়ত পুষ্পমঞ্জুরী কাকে বলে? সপুষ্পক উদ্ভিদের ছোট একটি শাখায় ফুলগুলো একটি বিশেষ নিয়মে সজ্জিত থাকে। ফুলসহ এই শাখাকে পুষ্পমঞ্জুরী বলে। পুষ্পমঞ্জুরীর ফুলগুলো বহনকারী দণ্ডকে বলা হয় মঞ্জুরীদণ্ড। পুষ্পমঞ্জুরীদণ্ডের বৃদ্ধি অসীম হলে তাকে অনিয়ত পুষ্পমঞ্জরী বলে। অনিয়ত পুষ্পমঞ্জরীদণ্ডের শীর্ষদেশ একটি মাত্র ফুলে পরিসমাপ্ত না হয়ে বৃদ্ধি পেতে থাকে। যেমন- সরিষার পুষ্পমঞ্জুরী। অনিয়ত পুষ্পমঞ্জুরীর প্রকারভেদ ক) অনির্দিষ্ট…