Similar Posts
অ্যামাইটোসিস বিভাজন কাকে বলে?
অ্যামাইটোসিস বিভাজন কাকে বলে? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসটি সরাসরি দুটি অংশে বিভক্ত হয় তাই হলো অ্যামাইটোসিস কোষ বিভাজন। এক্ষেত্রে প্রথমে নিউক্লিয়াসটি এবং সাইটোপ্লাজম দু’ভাগে বিভক্ত হয়। সাধারণত নিম্নশ্রেণির জীব যেমন- ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, ইস্ট ইত্যাদি জীবকোষে এ কোষ বিভাজন ঘটে।
জীব বৈচিত্র্য কি?
জীব বৈচিত্র্য কি? সৃষ্টির অপার এক বিস্ময় এই জীবজগৎ। কত শত কোটি জীব (উদ্ভিদ, প্রাণী, অণুজীব ইত্যাদি) এ বিশাল ও বৈচিত্র্যময় পৃথিবীর বুকে বিরাজ করছে, তা এখনও নির্ধারণের অপেক্ষায়। অতিক্ষুদ্র, এককোষী বা অকোষীয় উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্যময় এক সমাহার এ জীবজগৎ। এদের সমষ্টি ও এদের দ্বারা সৃষ্ট বাস্তুতন্ত্রকে সাধারণ অর্থে জীববৈচিত্র্য বলে।
প্রতিসম প্রাণী কাকে বলে?
প্রতিসম প্রাণী কাকে বলে? যে সকল প্রাণীতে কোনো না কোনো অক্ষ বা তলে প্রতিসাম্য বিদ্যমান তারাই প্রতিসম প্রাণী। প্রতিসমতার ভিত্তিতে প্রাণিজগতকে আবার চার ভাগে ভাগ করা যায়। যথা – ১. দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী ২. অরীয় প্রতিসম প্রাণী ৩. সার্বিক বা গোলীয় প্রতিসম প্রাণী ৪. দ্বি-অরীয় প্রতিসম প্রাণী ইত্যাদি।
এপিথেলিয়াল টিস্যু কাকে বলে?
এপিথেলিয়াল টিস্যু কাকে বলে? যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভিতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু বলে।
ধমনি কি?
ধমনি কি? যেসব রক্তনালির মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অঞ্চলে প্রবাহিত হয় সেগুলোই হলো ধমনি।
ডাইব্যাক রোগ কি?
ডাইব্যাক রোগ কী? সালফারের অভাবজনিত কারণে কচি পাতায় ক্লোরোসিস হলে এবং কাণ্ডের শীর্ষ মরে গিয়ে যে রোগের সৃষ্টি হয় তাই ডাইব্যাক রোগ।