অবাত ও সবাত শ্বসনের মধ্যে পার্থক্য কি?

অবাত ও সবাত শ্বসনের মধ্যে পার্থক্য কি?

অবাত ও সবাত শ্বসনের মধ্যে পার্থক্যগুলো হলো-

নং   অবাত শ্বসন সবাত শ্বসন
 ১ অবাত শ্বসন অক্সিজেনের অনুপস্থিতিতে হয়। সবাত শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে হয়।
 ২ শ্বসনিক বস্তু আংশিকরূপে জারিত হয়। শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়।
 ৩ দুই ধাপে সংঘটিত হয়। চার ধাপে সংঘটিত হয়।
 ৪ বিভিন্ন জৈব, যৌগ,  CO2 ও সামান্য শক্তি উৎপাদিত হয়। পানি,  CO2 ও  বিপুল পরিমাণ শক্তি উৎপাদিত হয়।
 ৫ কেবলমাত্র কতিপয় অণুজীবে যেমন- ব্যাকটেরিয়া, ইস্ট ইত্যাদিতে অবাত শ্বসন হয়ে থাকে। উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক শ্বসন প্রক্রিয়াই হলো সবাত শ্বসন।
 ৬ অবাত শ্বসন দুটি পর্যায়ে সম্পূর্ণ হয় – গ্লাইকোলাইসিস এবং পাইরুভিক এসিডের অসম্পূর্ণ জারণ। সবাত শ্বসন প্রধানত তিনটি পর্যায়ে হয় – গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র এবং প্রান্তীয় শ্বসন।
 ৭ কিছু অণুজীব, পরজীবী প্রাণী, বীজ প্রভৃতির ক্ষেত্রে ঘটে। উন্নত জীবে অক্সিজেনের অভাবে সাময়িকভাবে ঘটে। অধিকন্তু উদ্ভিদ ও প্রাণী দেহে ঘটে।
 ৮ মাইটোকন্ড্রিয়ার বাইরে অর্থাৎ সাইটোপ্লাজমে ঘটে। সাইটোপ্লাজম ও মাইট্রোকন্ড্রিয়ার মধ্যে ঘটে।
 ৯ এতে কোষের মধ্যে সৃষ্ট এনজাইম কোষের মধ্যে বিভিন্ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এতে কোষে সৃষ্ট এনজাইম কোষের বাইরে নিঃসৃত হয়ে বিক্রিয়ায় অংশগ্রহণ করে।
 ১০ কোষের অভ্যন্তরীণ গ্লুকোজ ব্যবহৃত হয়। কোষের বাইরে উপস্থিত গ্লুকোজ, চিনি, ল্যাকটোজ ইত্যাদি ব্যবহৃত হয়।

Similar Posts