ডায়রিয়া কি? ডায়রিয়া রোগের কারণ ও লক্ষণসমূহ
ডায়রিয়া
ডায়রিয়া রোগের কারণ
ডায়রিয়া রোগের লক্ষণ
- ঘন ঘন পাতলা পায়খানা হয়।
- বার বার বমি হয়।
- খুব পিপাসা লাগে, মুখ ও জিহ্বা শুকিয়ে যায়।
- চোখ বসে যায়
- কাঁদলে শিশুর মাথার চাঁদি বা তালু বসে যায়।
- আস্তে আস্তে রোগী নিস্তেজ হয়ে পড়ে।