রক্ত কাকে বলে? | রক্তের উপাদান

রক্ত কাকে বলে?

রক্ত হলো এক ধরনের তরল যোজক কলা, যা অস্বচ্ছ ক্ষারীয় এবং লবণাক্ত তরল পদার্থ।

রক্তে তিন ধরনের কণিকা রয়েছে, তার মধ্যে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে রক্তের রং লাল দেখায়। হাড়ের লাল অস্থিমজ্জাতে রক্তকণিকার জন্ম হয়।

রক্তের উপাদান

রক্তের উপাদান দুইটি। যথাঃ রক্তরস ও রক্ত কণিকা। রক্তের বর্ণহীন তরল অংশকে রক্ত রস বলে। রক্তে শতকরা প্রায় ৫৫ ভাগ রক্তরস। রক্ত রক্তের প্রধান উপাদান পানি। আর রক্তের কোষগুলোকে বলে রক্তকণিকা।

রক্তকণিকা তিন ধরনের যথা-

১) লোহিত রক্তকণিকা,

২) শ্বেত রক্তকণিকা এবং

৩) অণুচক্রিকা।

 লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামে একটি লৌহজাত যৌগ থাকে, যার জন্য রক্ত লাল হয়। হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে একটি অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে এবং শরীরের বিভিন্ন স্থানে অক্সিজেন পরিবহন করে। শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করে দেহের প্রকৃতিগত আত্মরক্ষায় অংশ নেয়। মানবদেহে বেশ কয়েক ধরনের শ্বেত রক্তকণিকা থাকে। অণুচক্রিকা রক্ত জমাট বাঁধায় অংশ নেয়।

Similar Posts