ল্যাকটিয়াল কি?
ল্যাকটিয়াল কি?
ক্ষুদ্রান্ত্রের অন্তঃপ্রাচীরে প্রতিটি ভিলাসের মধ্যস্থলে যে লসিকা জালক রক্তের কৈশিক নালিকা দ্বারা পরিবেষ্টিত থাকে তাই হলো ল্যাকটিয়াল।
ল্যাকটিয়াল কি?
ক্ষুদ্রান্ত্রের অন্তঃপ্রাচীরে প্রতিটি ভিলাসের মধ্যস্থলে যে লসিকা জালক রক্তের কৈশিক নালিকা দ্বারা পরিবেষ্টিত থাকে তাই হলো ল্যাকটিয়াল।
সালোকসংশ্লেষণে ক্লোরিনের ভূমিকা পাতার ক্লোরোফিলের পরিমাণের সাথে সালোকসংশ্লেষণের হারের সরাসরি সম্পর্ক বিদ্যমান। কারণ একমাত্র ক্লোরোফিলই আলোকশক্তি গ্রহণ করতে সক্ষম। সালোকসংশ্লেষণ ক্ষমতা রক্ষা করার জন্য ক্লোরোপ্লাস্টের বিভিন্ন উপাদান দ্রুত ও প্রচুর পরিমাণে পুর্নগঠন হওয়া প্রয়োজন। তবে কোষে খুব বেশি পরিমাণ ক্লোরোফিল থাকলে এনজাইমের অভাব দেখা দেয় এবং সালোকসংশ্লেষণ হ্রাস পায়।
প্লাজমোলাইসিস (Plasmolysis) কখনো কখনো কোষের বাইরের পরিবেশের দ্রবণ কোষের প্রোটোপ্লাজমের দ্রবণের চেয়ে বেশি ঘন হলে দ্রাবক অণু বহিঅভিস্রবণ প্রক্রিয়ায় কোষ থেকে বাইরে চলে আসে। কোষের প্রোটোপ্লাজম তখন পানি হারিয়ে সংকুচিত হয়ে যায়। প্রোটোপ্লাজমের এই সংকোচনকে প্লাজমোলাইসিস বলে। একটি সজিব উদ্ভিদ কোষকে অতিসারক দ্রবণে রাখলে কোষের ভেতর থেকে বহিঃঅভিস্রবণ প্রক্রিয়ায় বাইরে বেরিয়ে আসে। ফলে কোষের প্রোটোপ্লাজম…
ক্লিনোট্যাক্সিস কাকে বলে? পর পর কয়েকটি উদ্দীপকের তীব্রতা তুলনা করে প্রাণীর অবস্থান পরিবর্তনের যে ধারা নির্ধারিত হয় তাকে ক্লিনোট্যাক্সিস বলে। এক্ষেত্রে প্রাণী তার গ্রাহক অঙ্গ দ্বারা সব দিক থেকে উদ্দীপনা গ্রহণ না করে গ্রাহক অঙ্গ বা অঙ্গসমূহকে এদিকে ওদিকে ঘুরিয়ে দেহের দুই পাশে উদ্দীপনার তুলনা করে থাকে। এ তুলনার মাধ্যমে ক্রমান্বয়ে প্রাণী দিক পরিবর্তনে সমর্থ…
ক্রিস্টি বলতে কি বোঝায়? মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরের স্তরটি ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো যে গঠন সৃষ্টি করে তাকে ক্রিষ্টি বলে। ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে, একে অক্সিজোম বলে। অক্সিজোমে বিভিন্ন ধরনের উৎসেচক সাজানো থাকে।
জীবজ দমন কি? প্রাচীনকাল থেকেই ফসলের ক্ষতিকর পোকামাকড় দমনের জন্য প্রাকৃতিকভাবেই বিভিন্ন প্রজাতির প্রাণী ব্যবহৃত হয়ে আসছে। এভাবে জীব দ্বারা জীব দমন পদ্ধতিকে জীবজ দমন বলে। যেমন – সাপ ইঁদুর খেয়ে ফসল রক্ষা করে।
উদ্ভিদের ত্বকীয় কিউটিকল পাতলা হলে তা ভেদ করে কিছু পানি বাষ্পাকারে বের হয়ে যায়। এই প্রক্রিয়াকে কিউটিকুলার প্রস্বেদন বলা হয়। অত্যধিক শুষ্কাবস্থায় যখন পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় তখনও প্রক্রিয়াটি চলতে পারে। কিউটিকুলার প্রস্বেদন