প্যারাচৌম্বকত্ব, ডায়াচৌম্বকত্ব এবং ফেরোচৌম্বকত্ব কাকে বলে?

প্যারাচৌম্বকত্ব কাকে বলে? (What is called Paramagnetism in Bengali/Bangla?)

যে সকল পদার্থকে অসম চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে পদার্থটি অপেক্ষাকৃত দুর্বলতর অঞ্চল হতে সবলতর অঞ্চলের দিকে দুর্বলভাবে গতিশীল হয় তাদের প্যারাচৌম্বক পদার্থ বলে। এই সকল পদার্থ শক্তিশালী চুম্বক দ্বারা ক্ষীণভাবে আকৃষ্ট হয়। যেমন- অ্যালুমিনিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, প্লাটিনাম, টিন ইত্যাদি কঠিন পদার্থ; কপার সালফেট, ফেরিক ক্লোরাইড প্রভৃতি যৌগ ও তাদের দ্রবণ এবং অক্সিজেন, বাতাস ইত্যাদি গ্যাসীয় পদার্থ প্যারাচৌম্বক পদার্থের উদাহরণ। প্যারা চৌম্বক পদার্থের ধর্মকে প্যারা চৌম্বকত্ব বলে।

 

 

ডায়াচৌম্বকত্ব কাকে বলে? (What is called Diamagnetism in Bengali/Bangla?)

যে সকল পদার্থকে অসম চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে পদার্থটি অপেক্ষাকৃত সবলতর অঞ্চল হতে দুর্বলতর অঞ্চলের দিকে ক্ষীণভাবে গতিশীল হয় তাদের ডায়াচৌম্বক পদার্থ বলে। এই সকল পদার্থ শক্তিশালী চুম্বক দ্বারা ক্ষীণভাবে বিকর্ষিত হয়। যেমন- তামা, রূপা, সোনা, বিসমাথ, এন্টিমনি, পানি, পারদ, হাইড্রোজেন ইত্যাদি ডায়াচৌম্বক পদার্থের উদাহরণ। ডায়া চৌম্বক পদার্থের ধর্মকে ডায়া চৌম্বকত্ব বলে।

ফেরোচৌম্বকত্ব কাকে বলে? (What is called Ferromagnetism in Bengali/Bangla?)

যে সকল পদার্থকে অসম চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে পদার্থটি অপেক্ষাকৃত দুর্বলতর অঞ্চল হতে সবলতর অঞ্চলের দিকে তীব্রভাবে গতিশীল হয়, তাদের ফেরোচৌম্বক পদার্থ বলে। ফেরোচৌম্বক পদার্থ চুম্বক দ্বারা প্রবলভাবে আকৃষ্ট হয়। যেমন- লোহা, নিকেল, কোবাল্ট, ইস্পাত ইত্যাদি ফেরোচৌম্বক পদার্থের উদাহরণ। ফেরো চৌম্বক পদার্থের ধর্মকে ফেরো চৌম্বকত্ব বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *