যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয় – হাদিসটি ব্যাখ্যা কর।

যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয় – হাদিসটি ব্যাখ্যা কর।

মহানবি (স.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয়।’
প্রতারণা একটি জঘন্য সামাজিক অপরাধ। প্রতারণার জন্য মানুষকে দুঃখ-কষ্ট ভোগ করতে হয়। সামাজিক শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয়। ইসলামের দৃষ্টিতে এটা মানবতাবিরোধী গর্হিত কাজ। এটি মিথ্যার শামিল। প্রতারণা মূলত মুনাফিকের কাজ। এর শাস্তি জাহান্নাম। সত্যিকার ইমানদার ব্যক্তি কখনোই প্রতারণার আশ্রয় নেয় না, মানুষকে ধোঁকা দেয় না এবং অঙ্গীকার ভঙ্গ করে না। তাই যে ব্যক্তি প্রতারণা করে সে রাসুল(স.) এর উম্মত নয়।