Islamic
1 min read

ইভটিজিং কাকে বলে?

ইভটিজিং কাকে বলে?

ইভটিজিং বলতে কথা, কাজ, আচরণ ইত্যাদির মাধ্যমে নারীদের উত্ত্যক্ত করা বোঝায়।

Eve অর্থ নারী আর Teasing অর্থ উত্ত্যক্ত, জ্বালাতন। নারীদের উত্ত্যক্ত করাই ইভটিজিং। এটা একটি সামাজিক ব্যাধি। নারীদের প্রতি অশালীন উক্তি করা, অশ্লীল অঙ্গভঙ্গি প্রভৃতি ইভটিজিংয়ের অন্তর্ভূক্ত। এটা নারীদের নিরাপত্তায় মারাত্মক হুমকিস্বরূপ। যা সমাজে শান্তি বিনষ্ট করে। সমাজে অস্থিরতা বৃদ্ধি করে। ফলে আইন শৃঙ্খলার অবনতি ঘটে এবং জাতি ধ্বংসের দিকে ধাবিত হয়।

5/5 - (4 votes)