Similar Posts
শ্বসনের প্রভাবক সমূহ (একনজরে)
শ্বসনের প্রভাবক সমূহ (একনজরে) বাহ্যিক প্রভাবক তাপমাত্রা অক্সিজেন পানি আলো কার্বনডাই-অক্সাইড অভ্যন্তরীণ প্রভাবক খাদ্য দ্রব্যের পরিমাণ উৎসেচক কোষের বয়স অজৈব লবণ কোষমধ্যস্থ পানি শ্বসনের প্রকারভেদ (একনজরে) সাবত শ্বসন গ্লাইকোলাইসিস অ্যাসিটাইল কো-এ সৃষ্টি ক্রেবস চক্র ইলেকট্রন প্রবাহতন্ত্র অবাত শ্বসন গ্লাইকোলাইসিস পাইরুভিক এসিডের অসম্পূর্ণ জারণ
প্রতিস্থাপন কি?
প্রতিস্থাপন কি? জীবদেহের কোনো অঙ্গ এক দেহ থেকে অন্য দেহে স্থাপন করাই হলো প্রতিস্থাপন।
যকৃত কি ও অগ্ন্যাশয় সম্পর্কিত যাবতীয় আলোচনা।
আজকে আমরা আলোচনা করবো যকৃত কি ও অগ্ন্যাশয় নিয়ে। যকৃত (Liver) কি? যকৃত যার ইংরেজী প্রতিশব্দ লিভার(liver) এবং একে চলতি বাংলায় কলিজা ও বলা হয়ে থাকে। এটি মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি। মানবদেহের পরিপাকতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংগ হলো লিভার বা কলিজা। যকৃত এর অবস্থান কি মেরুদণ্ডী প্রানীর মধ্যচ্ছদার নিচে উদরগহ্বর এর উপরে এবং পাকস্থলীর ডান পাশে লিভার…
ব্লাড গ্রুপ কি?
ব্লাড গ্রুপ কি? এন্টিজেন ও এন্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করে মানুষের রক্তের বিভিন্ন গ্রুপে শ্রেণি বিন্যাসই ব্লাড গ্রুপ।
অঙ্গ কি?
অঙ্গ কী? এক বা একাধিক টিস্যুর সমন্বয়ে গঠিত এবং নির্দিষ্ট কার্যাবলি সম্পাদনে সক্ষম প্রাণিদেহের অংশে বিশেষই হলো অঙ্গ।
জীববিজ্ঞান : কোষ বিভাজন
জীববিজ্ঞান অধ্যায় – ৩ : কোষ বিভাজন শিকনফল- কোষ বিভাজন এবং তার প্রকারভেদ মাইটোসিস মিয়োসিস কোষের কোন অংশে ক্যারিওকাইনেসিস সংঘটিত হয়? কোষের নিউক্লিয়াসে ক্যারিওকাইনেসিস সংঘটিত হয়। মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলে কেন? মিয়োসিস কোষ বিভাজনের অপত্য কোষে ক্রোমোসোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায় তাই এ ধরনের কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলে। মিয়োসিস কোথায় ঘটে? জীবের জনন…