জীববিজ্ঞান

অক্সিজেন পরিবহনে হিমোগ্লোবিনের ভূমিকা কী?

0 min read
অক্সিজেন পরিবহনে হিমোগ্লোবিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেশির ভাগ অক্সিজেন হিমোগ্লোবিনের লৌহ অংশের সাথে বন্ধনের মাধ্যমে অক্সিহিমোগ্লোবিন নামক অস্থায়ী যৌগ গঠন করে।
হিমোগ্লোবিন + অক্সিজেন → অক্সিহিমোগ্লোবিন (অস্থায়ী যৌগ)
রক্ত কৈশিকনালিতে পৌছার পর অক্সিজেন পৃথক হয়ে লোহিত রক্তকণিকার আবরণ এবং পরে কৈশিকনালির প্রাচীর ভেদ করে লসিকাতে প্রবেশ করে।
অক্সিহিমোগ্লোবিন → মুক্ত অক্সিজেন + হিমোগ্লোবিন।
5/5 - (7 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x