শ্বাসনালির ভেতরে আবৃত ঝিল্লীতে ব্যাকটেরিয়া সংক্রমণকে ব্রঙ্কাইপিস বলে। অস্বাস্থ্যকর পরিবেশ, স্যাঁতস্যাঁতে ধূলিকণা মিশ্রিত আবহাওয়া, ঠাণ্ডা লাগা ও ধূমপান থেকে এ রোগ হতে পারে।
ব্রঙ্কাইটিসের চিহ্নিতকারী লক্ষণ হলো কাশি, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট, কাশির সময় রোগী বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে। এছাড়াও রোগী জ্বরে ভোগে এবং ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ে। কাশির সাথে অনেক সময় কফ বের হতে দেখা যায়।