অধ্যাপক চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। অধ্যাপক চার্লস ব্যাবেজ প্রথম কম্পিউটারের আদলে স্বয়ংক্রিয় গণকযন্ত্র তৈরির চেষ্টা করেন। ব্যাবেজ ১৮৩৩ সালে যেকোনো প্রকারের হিসাবের কাজ করতে সক্ষম এরূপ একটি গণকযন্ত্রের পরিকল্পনা শুরু করেন। তিনি তাঁর প্রস্তাবিত যন্ত্রের নাম দেন ‘এ্যানালিটিক্যাল ইঞ্জিন’। ব্যাবেজ তার জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছেন তখনকার জন্য অবিশ্বাস্য রকম একটি জটিল যন্ত্র তৈরির চেষ্টায়। তিনি এমন একটি যন্ত্রের কথা চিন্তা করেছিলেন, যে যন্ত্রে পাঞ্চকার্ডের সাহায্যে ইনপুট প্রদান করা হবে। ইনপুট ধারণের জন্য যন্ত্রটিতে থাকবে মেমোরির ব্যবস্থা, প্রক্রিয়াকরণের জন্য গাণিতিক অংশ বা মিল (Mill) এবং স্বয়ংক্রিয় আউটপুট মুদ্রণের ব্যবস্থা। তার পরিকল্পিত ‘এ্যানালাইটিক্যাল ইঞ্জিন’ এর ধারণাকেই কম্পিউটারের সূত্র হিসেবে বিবেচনা করা হয়।
Offcanvas menu