Similar Posts
পানিকে ফ্লইড অফ লাইফ বলা হয় কেন?
পানিকে ফ্লইড অফ লাইফ বলা হয় কেন? আমরা জানি, পানি ছাড়া কোনো জীব বাঁচতে পারেনা, আবার প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি। প্রোটোপ্লাজমের শতকরা ৯০ ভাগই পানি। এ কারণেই পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়।
ফুসফুসে ক্যান্সার কেন হয়? | ফুসফুস ক্যান্সার প্রতিকারে রেডিয়েশন থেরাপি প্রয়োগ করা হয় কেন?
ফুসফুসে ক্যান্সার কেন হয়? বিভিন্ন কারণে ফুসফুসের ক্যান্সার হয়ে থাকে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো- ধূমপান, আয়নীয় বিকিরণ, ফুসফুসের পুরনো ক্ষত, দীর্ঘকাল স্থায়ী ফুসফুসীয় প্রতিবন্ধকতামূলক রোগ ইত্যাদি। তাছাড়াও তেজষ্ক্রিয় আকরিক উত্তোলনকারী, নিকেল শোধনকারী এবং ক্রোমেট ও কোলগ্যাস উৎপাদনে নিয়োজিত শ্রমিকরা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে। ফুসফুস ক্যান্সার প্রতিকারে রেডিয়েশন থেরাপি প্রয়োগ করা হয় কেন? রেডিয়েশন বা…
শ্বাসমূল কি?
শ্বাসমূল কি? লবণাক্ত ও কর্দমাক্ত মাটির পরিবেশে সুন্দরী, গরান প্রভৃতি উদ্ভিদের প্রধান মূল হতে শাখামূল মাটির উপরে খাড়াভাবে উঠে আসে। এসব মূলে ছোট ছোট ছিদ্র থাকে, যা শ্বাসকার্যে উদ্ভিদকে সহযোগিতা করে। এ ধরনের রূপান্তরিত মূলকে শ্বাসমূল বা নিউমাটোফোর বলে।
অ্যান্টিবায়োসিস কাকে বলে?
অ্যান্টিবায়োসিস কাকে বলে? একটি জীব কর্তৃক সৃষ্ট জৈব রাসায়নিক পদার্থের কারণে যদি অন্য জীবের বৃদ্ধি ও বিকাশ আংশিক বা সম্পূর্ণরূপে বাধাপ্রাপ্ত হয় অথবা মৃত্যু ঘটে, তখন সেই প্রক্রিয়াকে অ্যান্টিবায়োসিস বলে। অণুজীবজগতে এ ধরনের সম্পর্ক বেশি দেখা যায়।
সুপারপজিশন প্রতিবিম্ব কাকে বলে?
সুপারপজিশন প্রতিবিম্ব কাকে বলে? মৃদু বা স্তিমিত আলোতে ঘাসফড়িংয়ের চোখে কোনো দর্শনীয় বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হয় তাকে সুপারপজিশন প্রতিবিম্ব (super position image) বলে।
জিওপারসেপশান কাকে বলে?
জিওপারসেপশান কাকে বলে? জিওপারসেপশান বলতে উদ্ভিদমূলের ভূমিমুখী চলনকে বুঝায়। এটি একধরনের বক্রচলন। মহাকর্ষীয় বলের দিকে উদ্ভিদের অঙ্গের ভূমিমুখী চলন হলো জিওপারসেপশান বা গ্রাফিট্রপিসম।