Modal Ad Example
রসায়ন

ব্যাপন ও নিঃসরণ বা অনুব্যাপন এর মধ্যে তুলনা বা পার্থক্য

1 min read

ব্যাপন ও নিঃসরণ বা অনুব্যাপন এর মধ্যে তুলনা বা পার্থক্য

সাদৃশ্য

  • ব্যাপন ও অনুব্যাপন উভয় প্রক্রিয়াই প্রবাহমান পদার্থ অর্থাৎ তরল ও গ্যাসের অণুসমূহের স্থানান্তর প্রক্রিয়া।
  • উভয় প্রক্রিয়াতেই অণুসমূহের স্থানান্তর ঘটে উচ্চ অঞ্চল বা উচ্চ ঘনত্ব অথবা উচ্চ ঘনমাত্রার অংশ থেকে নিম্ন চাপ অঞ্চল বা নিম্ন ঘনত্ব / ঘনমাত্রার অংশে।
  • ব্যাপন ও অনুব্যাপন উভয় প্রক্রিয়ায় পরিশেষে সর্বাংশে পদার্থের ঘনত্ব / চাপ সমান হয়।

 

বৈসাদৃশ্য

  • ব্যাপন সাধারণ বায়ুচাপে সাধারণ গতিতে সংঘটিত স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। কিন্তু অণুব্যাপন উচ্চ চাপের প্রভাবে সজোরে ঘটে।
  • অনুব্যাপন শুধু সরু ছিদ্র পথে অর্থাৎ নিয়ন্ত্রিত পথে ঘটে। কিন্তু ব্যাপন সরু বা বিস্তৃত উভয় পথেই ঘটতে পারে।
Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x