ব্যাপন ও নিঃসরণ বা অনুব্যাপন এর মধ্যে তুলনা বা পার্থক্য
ব্যাপন ও নিঃসরণ বা অনুব্যাপন এর মধ্যে তুলনা বা পার্থক্য
সাদৃশ্য
- ব্যাপন ও অনুব্যাপন উভয় প্রক্রিয়াই প্রবাহমান পদার্থ অর্থাৎ তরল ও গ্যাসের অণুসমূহের স্থানান্তর প্রক্রিয়া।
- উভয় প্রক্রিয়াতেই অণুসমূহের স্থানান্তর ঘটে উচ্চ অঞ্চল বা উচ্চ ঘনত্ব অথবা উচ্চ ঘনমাত্রার অংশ থেকে নিম্ন চাপ অঞ্চল বা নিম্ন ঘনত্ব / ঘনমাত্রার অংশে।
- ব্যাপন ও অনুব্যাপন উভয় প্রক্রিয়ায় পরিশেষে সর্বাংশে পদার্থের ঘনত্ব / চাপ সমান হয়।
বৈসাদৃশ্য
- ব্যাপন সাধারণ বায়ুচাপে সাধারণ গতিতে সংঘটিত স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। কিন্তু অণুব্যাপন উচ্চ চাপের প্রভাবে সজোরে ঘটে।
- অনুব্যাপন শুধু সরু ছিদ্র পথে অর্থাৎ নিয়ন্ত্রিত পথে ঘটে। কিন্তু ব্যাপন সরু বা বিস্তৃত উভয় পথেই ঘটতে পারে।