নিষেকের ৩ থেকে ৯ দিনের মধ্যে জাইগোটটি ব্লাস্টোসিস্ট অবস্থায় জরায়ুর এন্ডোমেট্রিয়ামে সংস্থাপিত হয়। যে প্রক্রিয়ায় এটি সংঘটিত হয় তাকে ইমপ্ল্যান্টেশন বলে।
ইমপ্ল্যান্টেশনের সময় ভ্রূণ যে অবস্থায় থাকে তাকে ব্লাস্টোসিস্ট বলে।
ডিম্বাণু ফেলোপিয়ান (ডিম্বনালি) ঊর্ধ্বপ্রান্তে নিষিক্ত হয়ে জাইগোটে পরিণত হয়। এটি দ্রুত বিভক্ত হয়ে একটি ক্ষুদ্র নিরেট কোষপিণ্ডে পরিণত হয়। একে মরুলা বলে।
মরুলায় কোষ সমূহকে ব্লাস্টোমিয়ার বলে।