Similar Posts
ক্রোমাটিন তন্তু কাকে বলে?
ক্রোমাটিন তন্তু কাকে বলে? নিউক্লিওপ্লাজমে অবস্থিত প্যাঁচানো সুতার মতো গঠনটি ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম নামে পরিচিত। কোষ রঞ্জিত করণের সময় এগুলো কিছু মৌলিক বর্ণে রঞ্জিত হয় বলে এদের ক্রোমাটিন নামকরণ করা হয়েছে। ক্রোমাটিন বস্তু DNA ও হিস্টোন ধরনের প্রোটিন নিয়ে গঠিত।
শ্রেণিকরণ বা শ্রেণিবিন্যাসকরণ কাকে বলে?
শ্রেণিকরণ বা শ্রেণিবিন্যাসকরণ কাকে বলে? সভ্যতার সূচনালগ্নে মানুষ বৈচিত্র্যময় জীবজগতের শ্রেণিবিন্যাসে সচেষ্ট হয়েছিল বলে ধারণা করা হয়। প্রাণিজগতের সমস্ত প্রাণীকে তাদের মধ্যকার পারস্পরিক স্বাভাবিক সম্পর্কের ও চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে বিজ্ঞানসম্মতভাবে বিভিন্ন স্তরে বা ধাপে পর্যায়ক্রমে বিন্যাস করাকেই শ্রেণিকরণ বা শ্রেণিবিন্যাসকরণ বলে।
রেনাল করপাসল কাকে বলে?
রেনাল করপাসল কাকে বলে? রেনাল করপাসল বা মালপিজিয়ান অঙ্গ হলো নেফ্রনের একটি অংশ। রেনাল করপাসল দুটি অংশে বিভক্ত- গ্লোমেরুলাস ও বোম্যান্স ক্যাপসুল। বোম্যান্স ক্যাপসুল গ্লোমেরুলাসকে বেষ্টন করে রাখে। বোম্যান্স ক্যাপসুল দ্বিস্তর বিশিষ্ট পেয়ালার মতো প্রসারিত অংশ। অন্যদিকে গ্লোমেরুলাস ছাঁকনির মতো কাজ করে রক্ত থেকে পরিস্রুত তরল উৎপন্ন করে।
হিস্টোলজি কি?
হিস্টোলজি কি? জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের টিস্যুসমূহের গঠন, বিন্যাস ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় সেই শাখাই হলো হিস্টোলজি।
যুক্তগর্ভপত্রী কি?
যুক্তগর্ভপত্রী কি? যখন কতগুলো গর্ভপত্র নিয়ে একটি স্ত্রীস্তবক গঠিত হয় এবং এরা সম্পূর্ণভাবে পরস্পরের সাথে যুক্ত থাকে তখন তাকে বলা হয় যুক্তগর্ভপত্রী।
ফাইব্রিন কি?
ফাইব্রিন কি? ফাইব্রিন এক ধরনের অদ্রবণীয় প্রোটিন যা দ্রুত সুতার মতো জালিকা প্রস্তুত করে এবং রক্তক্ষরণ বন্ধ করে।