Similar Posts
বহিঃকোষীয় বা আন্তঃকোষীয় পরিপাক কাকে বলে?
বহিঃকোষীয় বা আন্তঃকোষীয় পরিপাক কাকে বলে? কোষের বাইরে খাদ্যবস্তুর পরিপাক প্রক্রিয়াকে বহিঃকোষীয় বা আন্তঃকোষীয় পরিপাক বলে।
অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে?
অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে? যেসব গ্রন্থির ক্ষরণ গ্রন্থির বাইরে না এসে সরাসরি গ্রন্থি মধ্যস্থ কলারস বা রক্তে যুক্ত হয় তাদের অন্তঃক্ষরা গ্রন্থি বলে। যেমন – থাইরয়েড, পিটুইটারি ইত্যাদি। নালীবিহীন যেসব গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়ে রক্ত বা লসিকার মাধ্যমে দেহের বিভিন্ন স্থানে প্রেরিত হয় ঐ সব গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয়। যেমন – থাইরয়েড গ্রন্থি,…
পাউরুটি তৈরিতে ইস্ট ব্যবহার করা হয় কেন?
পাউরুটি তৈরিতে ইস্ট ব্যবহার করা হয় কেন? পাউরুটি তৈরিতে ঈষ্ট ব্যবহার করা হয়। ময়দার সাথে ঈস্ট পাউডার মিশ্রণের ফলে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কার্বনডাই-অক্সাইড গ্যাস ও অ্যালকোহল তৈরি হয়। কার্বনডাই-অক্সাইড গ্যাসের চাপে রুটি ছিদ্রযুক্ত ও ফাঁক ফাঁক হয়। অ্যালকোহল বাষ্প হয়ে উড়ে যায়। তাই পাউরুটিকে ফোলানোর জন্য ঈস্ট ব্যবহার করা হয়।
বংশগতি কাকে বলে?
বংশগতি কাকে বলে? যে প্রক্রিয়ায় পিতা-মাতার আকার, আকৃতি, চেহারা, দেহের গঠন, প্রকৃতি, শরীরবৃত্ত, আচরণ ইত্যাদি নানাবিধ বৈশিষ্ট্য বংশানুক্রমিকভাবে তাদের সন্তান-সন্ততির দেহে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে। অন্যভাবে, বংশগতি হলো পিতামাতার কাছ থেকে তাদের সন্তানের মধ্যে জিনের মাধ্যমে বৈশিষ্ট্য অতিক্রম করার একটি উপায়। জিন বংশানুক্রমে প্রজাতির বৈশিষ্ট্য বজায় থাকে। ইংরেজিতে একটি প্রবাদ আছে…
কোষ বিভাজন এবং তার প্রকারভেদ
কোষ বিভাজন এবং তার প্রকারভেদ বিষয় সমূহঃ কোষ বিভাজন এককোষী জীব বহুকোষী জীব কোষ বিভাজনের প্রকাভেদ প্রতিটি জীবদেহ কোষ দিয়ে তৈরি। একটি মাত্র কোষ দিয়েই প্রতিটি জীবনের জীবন শুরু হয়। বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যাবৃদ্ধি জীবদেহের একটি স্বাভাবিক এবং অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোষ বিভাজনঃ যে প্রক্রিয়ায় জীবের বৃদ্ধি ও জননের উদ্দেশ্যে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে তাকে…
জীবকোষ কাকে বলে ? কোষ কত প্রকার ও কি কি?? উদাহরন সহ
আজকে আমরা জানবো জীবকোষ কাকে বলে এবং এর প্রকারভেদ। জীবকোষ কাকে বলে জীবকোষ/ কোষ মূলত জীবদেহের একক। কোনো কোনো বিজ্ঞানী জীবকোষকে জীবদেহের গঠন ও জীবজ ক্রিয়াকলাপের একক বলেও আখ্যায়িত করেছেন৷ কোষের ইংরেজী প্রতিশব্দ সেল(cell) যা ল্যাটিন শব্দ সেলুলা(cellula) থেকে আগত এবং এর অর্থ কুঠুরি। এই নাম সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী রবার্ট হুক। তাছাড়া লোয়ি(loewy) এবং…