ক্রমিক সংখ্যা কাকে বলে?
ক্রমিক সংখ্যা কাকে বলে?
যে সকল সংখ্যাকে ক্রম অনুসারে সাজানো যায়, তাদের ক্রমিক সংখ্যা বলে।
১,৩,৫,৭,৯…………… এদেরকে বলে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা,
২,৪,৬,৮,১০………… এদেরকে বলে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা ইত্যাদি।
যে সকল সংখ্যাকে ক্রম অনুসারে সাজানো যায়, তাদের ক্রমিক সংখ্যা বলে।
১,৩,৫,৭,৯…………… এদেরকে বলে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা,
২,৪,৬,৮,১০………… এদেরকে বলে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা ইত্যাদি।
সমকোণ কাকে বলে? দুইটি সরলরেখা পরস্পর লম্বভাবে ছেদ করলে যে কোণ উৎপন্ন হয় তাকে সমকোণ বলে। ৯০ ডিগ্রি কোণকে এক সমকোণ বলে। এখানে, ΔABC একটি ত্রিভুজ। যেখানে, ∠ABC = এক সমকোণ বা ৯০°।
মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যা ১ এবং সে সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ ১ থেকে বড় যেসব সংখ্যার ১ ও ঐ সংখ্যা ছাড়া অপর কোনো গুণনীয়ক থাকে না, তাই হলো মৌলিক সংখ্যা। যেমন – ২, ৫, ৭, ১১ ইত্যাদি। যে স্বাভাবিক সংখ্যার কেবল দুইটি পৃথক উৎপাদক ১…
প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব, হর অপেক্ষা ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন: ২/৫ একটি প্রকৃত ভগ্নাংশ। কারণ, এই ভগ্নাংশে লব ২ এবং হর ৫, এক্ষেত্রে লব, হর থেকে ছোট। কাজেই এটি একটি প্রকৃত ভগ্নাংশ।
শিক্ষা জীবনে গণিত একটি অপরিহার্য বিষয়। এছাড়াও দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে এসব গণিতের ব্যবহার হচ্ছে। এর মধ্যে বীজ গণিত অন্যতম। বীজ গণিত শব্দটি ইংরেজি Algebra শব্দের প্রতিশব্দ। এটি আরবি ‘আল জাবের’ থেকে উদ্ভূত হয়েছে। বীজ গণিত হচ্ছে একটি গাণিতিক পদ্ধতি যা সংখ্যার পরিবর্তে বিভিন্ন বর্ণ বা প্রতিক ব্যবহার করে অজানা রাশির মান বের করে অথবা রাশিসমূহের মধ্যে…
৫ ফুট ৬ ইঞ্চি সমান কত মিটার আমরা জানি ১ ফুট সমান ০.৩০৪৮ মিটার । এবং ১ ইঞ্চি সমান ০.০২৫৪ মিটার । তাহলে, ৫ফুট × ০.৩০৪৮ + ৬ইঞ্চি × ০.০২৫৪= ১.৬৭৬৪মি. ৫ ফুট ৬ ইঞ্চি সমান ১.৬৭৬৪ মিটার কিভাবে ফুট এবং ইঞ্চি থেকে মিটার রূপান্তর করবেন ১ ফুট সমান ০.৩০৪৮ মিটার: ১ ফুট = ০.৩০৪৮ মিঃ…
স্থানীয় মান কাকে বলে? সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে থাকে তাকে স্থানীয় মান বলে। যেমন: ৭৭৭৭৭৭ সংখ্যাটির সর্বডানের ৭ এর স্থানীয় মান ৭, ডানদিক থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে ৭ এর স্থানীয় মান যথাক্রমে ৭০, ৭০০, ৭০০০, ৭০০০০, ৭০০০০০। তাহলে দেখা যাচ্ছে একই অঙ্কের স্থান পরিবর্তনের…