হযরত ইবরাহিম (আ.) – কেন অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন?
মুসলিম মিল্লাতের পিতা হযরত ইবরাহিম (আ.) তৎকালীন সময়ে নমরুদের মূর্তিপূজার বিরোধিতা করেছিলেন। তিনি অন্যান্যদের মতো নমরুদকে খোদা মানতে পারেন নি। তিনি শুধু মূর্তিপূজার বিরোধিতা করেন। মূর্তি ভেঙেছেন এবং আল্লাহ যে এক ও অদ্বিতীয় এ বাণী প্রচার করতেন। এতে নমরুদ ক্ষুব্ধ হয়ে হযরত ইবরাহিম (আ.) – কে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে।