গণিত

গণিতে মধ্যক কাকে বলে?

1 min read

মধ্যক কাকে বলে?

পরিসংখ্যানের উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজালে যেসকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেইগুলোর মানই হবে উপাত্তগুলোর মধ্যক।

যদি উপাত্তের সংখ্যা n হয় এবং n যদি বিড়োড় সংখ্যা হয় তবে মধ্যক হবে (n+1)÷ 2 তম পদের মান। আর n যদি জোড় সংখ্যা হয় তবে মধ্যক হবে (n÷2) তম ও (n÷2)+1 তম পদ দুইটির সাংখ্যিক মানের গড়।
Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x