প্রতিবিম্ব কাকে বলে?

প্রতিবিম্ব কাকে বলে?

কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে।

সমতল দর্পণ এবং গোলকীয় দর্পণে আলোর প্রতিফলন হয, আবার স্বচ্ছ মাধ্যমে বা লেন্সের মধ্য দিয়ে আলো প্রতিসরিত হয়। প্রতিফলন এবং প্রতিসরণ উভয় ক্ষেত্রেই প্রতিবিম্ব গঠিত হয়। কখনও লক্ষ্যবস্তু থেকে নিঃসৃত আলো প্রতিফলনের বা প্রতিসরণের পর দ্বিতীয় বিন্দুতে মিলিত হয়ে প্রতিবিম্ব গঠন করে, কখনও বা দ্বিতীয় বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এক্ষেত্রেও প্রতিবিম্ব দেখা যায়। এ সব প্রতিবিম্বের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রতিবিম্বকে দু’ভাগে ভাগ করা হয়েছে। সদ বা বাস্তব প্রতিবিম্ব এবং অসদ বা অবাস্তব প্রতিবিম্ব।

Similar Posts