বলের ঘাত কাকে বলে? বলের ঘাতের একক | বলের ঘাতের মাত্রা | বলের ঘাতের বৈশিষ্ট্য

বলের ঘাত কাকে বলে?

কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে।

বলের ঘাতকে J দ্বারা প্রকাশ করা হয়।

বলের ঘাতের এককঃ বলের ঘাতের একক N s

বলের ঘাতের মাত্রাঃ MLT-1

 

বলের ঘাতের বৈশিষ্ট্য

  • অল্প সময়ের মধ্যে একটি বৃহৎ বল ক্রিয়া করে।
  • যার ফলে সংঘর্ষ, বিস্ফোরণ ইত্যাদি সংঘটিত হয়।
  • মুহূর্তের মধ্যে কোনোকিছু ধ্বংস বা সৃষ্টি হতে পারে।