চাপ কাকে বলে? | চাপের সূত্র | চাপের একক | চাপের মাত্রা

চাপ কাকে বলে?

একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে। চাপকে P প্রতীক দ্বারা প্রকাশ করা হয়।

চাপ হলো একক ক্ষেত্রফলে কোন বস্তুর তলের ওপর লম্বভাবে প্রযুক্ত সমভাবে বিতরিত বল। পারিপার্শ্বিক চাপের সাপেক্ষে যে চাপ উৎপন্ন হয় তাকে বলা হয় গজ চাপ।

চাপের সূত্র

গাণিতিকভাবে লেখা যায়,

চাপ, P = F / A

যেখানে, চাপ = P, বল = F এবং ক্ষেত্রফল = A।

চাপের একক

চাপের এস আই একক হলো প্যাসকেল (Pa)।

চাপের মাত্রা

চাপের মাত্রা হলো ML-1T-2