কোনো বস্তু তরলে ডুবালে তা হালকা মনে হয় কেন?

কোনো বস্তু তরলে ডুবালে তা হালকা মনে হয় কেন?

আমরা জানি, কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে তরল বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল বা প্লবতা প্রয়োগ করে। বস্তুর ওজন ও প্লবতা একই সরলরেখায় বিপরীত দিকে ক্রিয়া করায় তরলে বস্তুর ওজন হ্রাস পায়। এজন্যই কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে ওজন হারায় বলে মনে হয়।

Similar Posts