গলনের সুপ্ততাপ কাকে বলে?
গলনের সুপ্ততাপ কাকে বলে?
গলনাঙ্কে তাপমাত্রা স্থির রেখে কোনো পদার্থকে কঠিন থেকে তরলে রূপান্তরিত করতে প্রয়োজনীয় তাপের পরিমাণকে গলনের সুপ্ত তাপ বলে।
গলনাঙ্কে তাপমাত্রা স্থির রেখে কোনো পদার্থকে কঠিন থেকে তরলে রূপান্তরিত করতে প্রয়োজনীয় তাপের পরিমাণকে গলনের সুপ্ত তাপ বলে।
প্রতিসরণের সূত্র আলোর প্রতিসরণ দুইটি সূত্র মেনে চলে। সূত্র দুইটিকে প্রতিসরণের সূত্র বলে। সূত্রগুলো নিম্নে প্রদত্ত হলো- প্রথম সূত্রঃ আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতলে অবস্থান করে। দ্বিতীয় সূত্রঃ এক জোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর তির্যক আপতনের ক্ষেত্রে, আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব।
পীড়ন (Stress) কাকে বলে? বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর মধ্যে বিকৃতির সৃষ্টি হলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভেতরে একটি প্রতিরোধ বলের উদ্ভব হয়। বস্তুর ভেতর একক ক্ষেত্রফলে লম্বভাবে উদ্ভূত এ প্রতিরোধী বলকে পীড়ন বলে। বাইরে থেকে বল প্রয়োগে কোন বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন ঘটালে স্থিতিস্থাপকার জন্য বস্তুর ভিতর একটি বাধাদানকারী বলের সৃষ্টি হয়। এর বলের মান প্রযু্ক্ত…
গ্যাসের আপেক্ষিক তাপ কাকে বলে? একক ভরের কোন বস্তুর তাপমাত্রা এক ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে। যদি m ভরের কোন বস্তুতে ΔQ পরিমাণ তাপ প্রয়োগ করলে এর তাপমাত্রা ΔT পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে বস্তুর আপেক্ষিক তাপ, কিন্তু গ্যাসকে তাপ দিলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এর আয়তন ও চাপ…
বক্রতার কেন্দ্র কী? লেন্সের কোন পৃষ্ঠ যে গোলকের অংশবিশেষ সেই গোলকের কেন্দ্রকে লেন্সের ঐ পৃষ্ঠের বক্রতার কেন্দ্র বলে।
কাচের জানালায় বুলেট লাগলে আশেপাশের কাচ ফেটে যায় না কেন? গুলি খুব দ্রতগামী হওয়ায় অল্প সময়ের জন্য কাচের সংস্পর্শে থেকে কাচের উপর বৃহৎ বল প্রয়োগ করে। এই অল্প সময়ের মধ্যে কাচের যে অংশের সঙ্গে গুলির সংস্পর্শ ঘটে সে অংশটি গতিবেগ লাভ করে। কিন্তু অন্যান্য অংশ গতিবেগ লাভের কোনো সুযোগ পায় না। অর্থাৎ অন্যান্য অংশ স্থিতি…
হুকের সূত্র স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক।