General Knowledge

সমুদ্রে জোয়ার ভাঁটা কেন হয়?

1 min read

সমুদ্রে জোয়ার ভাঁটা কেন হয়?

চাঁদ ও পৃথিবীর মধ্যকার আকর্ষণ বলই হচ্ছে সমুদ্রে জোয়ার-ভাঁটার একমাত্র কারণ। চাঁদ ও পৃথিবীর মধ্যকার মহাকর্ষ বল এত প্রবল যে ৪০০ কি.মি. বাতাসযুক্ত স্টিলের দণ্ডকেও ভেঙে ফেলতে পারে। যদিও এ বল পৃথিবীর কঠিন আবরণকে কোনোক্রমেই বিচলিত করতে পারে না, কিন্তু সমুদ্রের বিপুল জলরাশিকে একবার উঠায় ও একবার নামায়। সমুদ্রের কোনো স্থানে পানির লেবেল কখনো ক্রমাগত ৬ ঘণ্টা ধরে উপরে উঠতে থাকে। পরবর্তী ৬ ঘণ্টা ধরে আবার পানির লেবেল নিচে নামতে থাকে। পানির এ উঠাকে জোয়ার এবং নামাকে ভাটা বলে। প্রতি ১২ ঘণ্টা ২৫ মিনিট পর সমুদ্রের জলে জোয়ার আসে অর্থাৎ প্রতি ২৪ ঘণ্টা ৫০ মিনিটে দুবার জোয়ার-ভাটা হয়।
Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x