প্লানেটরিয়াম বা কৃত্রিম আকাশ কি?

প্লানেটরিয়াম বা কৃত্রিম আকাশ কি?

প্লানেটরিয়াম হল এক বিশেষ ধরনের যন্ত্র যাতে থাকে সাধারণ লেন্স, প্রিজম ও দর্পণের বিভিন্ন সমন্বয়। এ যন্ত্রের সাহায্যে গোল গম্বুজাকার ঘরের ভেতরের ছাদে কৃত্রিম আকাশকে প্রক্ষিপ্ত করা হয় এবং নভোমণ্ডলের মত বিভিন্ন জ্যোতিষ্ক সূর্য, চন্দ্র, গ্রহ তারা প্রভৃতির অবস্থান ও গতিবিধি দেখানো হয়। তাছাড়া সাধারণ মানুষের জন্য এ এক আনন্দময়, বিস্ময়কর ও চমৎকার দৃশ্য প্রদর্শনী। পৃথিবীর সবচেয়ে বড় প্লানেটরিয়াম রাশিয়ার মস্কোতে রয়েছে।

Similar Posts