চীনের গ্রেটওয়াল সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা
▣ চীনের গ্রেটওয়াল সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দিন।
উত্তরঃ মানব সৃষ্টি বিশ্বের বৃহত্তম স্থাপনা চীনের গ্রেটওয়াল। এটা নির্মাণ করা হয়েছিল ইট, পাথর, কাঠ ও অন্যান্য উপাদান সামগ্রী দিয়ে। এটি চীনের স্থানীয় ভাষায় ছাং ছং নামে পরিচিত। এ প্রাচীরের নির্মাণ কাজ শুরু হয় আনুমানিক খ্রিস্টপূর্ব ২২১ অব্দে এবং নির্মাণ কাজ শেষ হয় ১৬ শতকের দিকে। মহাপ্রাচীরের দৈর্ঘ্য ৮৮৫০ কিলোমিটার বা ৫৫০০ মাইল।