Similar Posts
এক অ্যাম্পিয়ার কাকে বলে?
এক অ্যাম্পিয়ার কাকে বলে? পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদ দিয়ে অভিলম্বভাবে 1 সেকেণ্ডে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হলে যে প্রবাহমাত্রা পাওয়া যায় তাকে এক অ্যাম্পিয়ার বলে। অ্যাম্পিয়ারকে A দ্বারা প্রকাশ করা হয়।
আদর্শ তড়িৎ দ্বিমেরু কাকে বলে?
আদর্শ তড়িৎ দ্বিমেরু কাকে বলে? যদি কোনো তড়িৎ দ্বিমেরুর চার্জ q এর মান বড় হয় এবং এদের মধ্যবর্তী দূরত্ব 2a খুব ছোট হয় যাতে ঐ দ্বিমেরুর ভ্রামক P=2aq = ধ্রুব থাকে তবে তাকে আদর্শ তড়িৎ দ্বিমেরু বলে।

ঘর্ষণ বল কেন উৎপন্ন হয়?
ঘর্ষণ বল কেন উৎপন্ন হয়? দুটি তলের অমসৃণতার দরুণ ঘর্ষণ বল উৎপন্ন হয়। একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শ থেকে একের ওপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির একটি বাধার উৎপত্তি হয়, এ বাধাকে ঘর্ষণ বলে। আর এই বাধাদানকারী বলকে ঘর্ষণ বল বলে। দুটি তলের অনিয়মিত প্রকৃতির কারণে…
রেডিও গ্যালাক্সি কাকে বলে?
রেডিও গ্যালাক্সি কাকে বলে? যেসব গ্যালাক্সি রেডিও কম্পাঙ্কের তাড়িতচৌম্বক বিকিরণ নিঃসরণ করে তাদের রেডিও গ্যালাক্সি বলে। রেডিও গ্যালাক্সি দু’ভাগে ভাগ করা যায়। সাধারণ রেডিও গ্যালাক্সি কোয়াসার।
কোয়াসার কি?
কোয়াসার কি? কোয়াসার হলো আধানক্ষত্রিক রেডিও উৎস। এদের গঠন নক্ষত্রের ন্যায় এবং এরা ক্ষমতাশালী বেতার তরঙ্গ নিঃসরণ করে। এ পর্যন্ত প্রায় 150 টি কোয়াসার শনাক্ত করা গেছে।
ক্ষমতা কি?
ক্ষমতা কি? কোনো উৎস কর্তৃক একক সময়ে কৃতকাজেকে তার ক্ষমতা বলে। অন্যভাষায়, সময়ের সাপেক্ষে কোনো উৎস কর্তৃক কৃতকাজের হারকে তার ক্ষমতা বলে।