যুদ্ধ বা অন্যকোনো প্রতিকূল অবস্থার কারণে এক দেশের জনগণ যখন অন্য কোনো দেশে আশ্রয় নেয়, তখন তাদের শরণার্থী বলা হয়।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধেও এরূপ দৃশ্য দেখা যায়। পাকসেনাদের অত্যাচার থেকে বাঁচতে এক কোটিরও বেশি মানুষ ভিটামাটি ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিল। ভারত আশ্রয় গ্রহণকারী শরণার্থীদের খাদ্য, বস্ত্র ও চিকিৎসাসেবা দিয়েছে।

 

আদিবাসী, উপজাতি ও শরণার্থীদের মধ্যে পার্থক্য কী?

কোনো এলাকার সবচেয়ে প্রাচীন জনবসতি ও তাদের সংস্কৃতিকে বোঝাতে আদিবাসী ব্যবহৃত হয়। উপজাতি বলতে একটি নিজস্ব বিশেষ ভাষা, সংস্কৃতি ও অন্যান্য জাতি থেকে একটু ভিন্নতর জনসমষ্টি বোঝাতে ব্যবহৃত হয়। অন্যদিকে যুদ্ধ বা অন্যকোনো প্রতিকূল অবস্থার কারণে এক দেশের জনগণ যখন অন্য কোনো দেশে আশ্রয় নেয়, তখন তাদের শরণার্থী বা উদ্বাস্তু বলা হয়।

 

শেষ কথা:

আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “শরণার্থী বলতে কী বোঝায়? আদিবাসী, উপজাতি ও শরণার্থীদের মধ্যে পার্থক্য কী?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

5/5 - (32 votes)

By Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.