পড়ন্ত বস্তুর কোন ধরনের কাজ হয় এবং কেন?
আমরা জানি, যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের দিকে সরে যায় বা বলের দিকে সরণের উপাংশ থাকে, তাহলে সেই বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে বলের দ্বারা কাজ বলে।
যেহেতু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ বল যেদিকে ক্রিয়া করে, বস্তুর সরণও সেদিকেই ঘটে।
সুতরাং পড়ন্ত বস্তুর কাজ বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ।